বটিয়াঘাটা প্রতিনিধিঃ “গণভোট ২০২৬ দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন অংশীজনদের নিয়ে সোমবার বেলা ১১টায় স্থানীয় অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার আ. স. ম জামশেদ খোন্দকার। সহকারী কমিশনার(ভূমি) শোয়েব শাত-ঈল- ইভান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন নুরুল হাই মোহাম্মদ আনাছ, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম। সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম বিশ্বাস, অধ্যক্ষ অমিতেষ দাস, অধ্যক্ষ আরিফুজ্জামান স্বপন, অধ্যক্ষ মোঃ তোরাব আলী শেখ, অধ্যক্ষ অনিমেষ মিস্ত্রী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রধান শিক্ষক যথাক্রমে তৃপ্তী রানী বিশ্বাস(ভারঃ), অন্নদা শংকার রায়, দেবদুলাল জোয়াদ্দার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর-সম্পাদক রিপন রায়, ইউপি চেয়ারম্যান(ভারঃ) কৌশিক পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরবর্তীতে প্রধান অতিথি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।