ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা জেলাধীন চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের ‘ধানেরশীষ’ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মনিটরিং সেল এবং প্রচার সেল গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কমিটি জানানো হয়।
মনিটরিং সেল : নির্বাচন মনিটরিং সেলের নেতৃবৃন্দ হলেন জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিত কুমার সাহা ও এনামুল হক সজল।
প্রচার সেল : নির্বাচনে প্রচার সেলের নেতৃবৃন্দ হলেন জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য শেখ আব্দুর রশিদ, চৌধুরী কাওসার আলী, আশরাফুল আলম নান্নু, সাইফুর রহমান মিন্টু, সুলতান মাহমুদ, মোল্লা মোশারেফ হোসেন মফিজ, আনিসুর রহমান, ডা. আব্দুল মজিদ, আরিফুর রহমান আরিফ, জিএম রফিকুল হাসান, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, মোল্লা মাহবুবুর রহমান, মোল্লা সাইফুর রহমান, আব্দুল মালেক, আসলাম পারভেজ, শেখ আবুল বাশার, চৌধুরী ফকরুল ইসলাম বুলু, সরোয়ার হোসেন, শাকিল আহমেদ দিলু, মো. হাফিজুর রহমান, এজাজুর রহমান শামীম, জাবেদ মল্লিক, খন্দকার ফারুক, নুরুল আমিন বাবুল, আব্দুল মান্নান খান, এমএ হাসান ও ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোসহ জেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধানগন।