ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গা সদরে সাগর আলি (৪৯) নামে একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশ চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ের বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে এ মরদেহ উদ্ধার করে।
নিহত সাগর আলি (৪৯) কুষ্টিয়া জেলার আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে বিদ্যুৎ বিভাগের পরিত্যক্ত কোয়াটার থেকে দুর্গন্ধ ছড়ালে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর আলির অর্ধগলিত মরদেহ কোয়াটারের ভেতরে পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের পর রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন।