ক্রীড়া প্রতিবেদক : দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভালো শুরুর পর বাংলাদেশকে টেনেছেন শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারি। পাশাপাশি শেষ বেলায় ব্যাট হাতে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। ডানহাতি ব্যাটারের ১৪ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয় জয় পেতে বাকি কাজটা সেরেছেন বোলাররা। পাপুয়া নিউগিনি নারী দলকে ১৩৮ রানে আটকে দিয়েছেন ফাহিমা খাতুন, রাবেয়া খান, রিতু মনিরা। পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।
কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৯ রানের বড় লক্ষ্য তাড়ায় আক্রমণাত্বক ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন হোলান দরিগা ও কোনিও ওলা। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি রিতু। ৮ বলে ১২ রান করে লেগ বিফোর উইকেট হয়েছেন কোনিও। পরের ওভারে আউট হয়েছেন আরেক ওপেনার দরিগা। রাবেয়ার বলে আউট হওয়ার আগে ১৩ বলে ২১ রান করেছেন তিনি।
তৃতীয় উইকেট ৬৪ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক ব্রেন্ডা টাউ ও সিবোনা জিমি। ৩২ বলে ৩৫ রান করা টাউকে ফিরিয়ে তাদের দুজনের জমে ওঠা জুটি ভাঙেন সোবহানা। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর সিবোনা ফিরেছেন ৩০ বলে ২৮ রানের ইনিংস খেলে। এরপর নাওনির ১৫ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, রিতু, ফাহিমা, সোবহানা ও স্বর্ণা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন জুয়াইরিয়া ও দিলারা। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৪৯ রান তোলে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তাদের জুটি ভাঙেন মাইরি টম। ডানহাতি পেসারের বলে নাওকি ভারের হাতে ক্যাচ দিয়েছেন ১৭ বলে ১৭ রান করা জুয়াইরিয়া। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেলেও প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন তিনি।
ভালো শুরু পেয়েও হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন দিলারা। রান আউটে কাটা পড়ার আগে ২৯ বলে ৩৫ রান করেছেন ডানহাতি ওপেনার। ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন জ্যোতি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২ রান করা বাংলাদেশের অধিনায়ক পাপুয়া নিউগিনির সঙ্গে ৬ বলে ৬ রান করে রান আউট হয়েছেন। পরবর্তীতে শারমিন ও সোবহানার ব্যাটে একশ পার করে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জেতানো শারমিন এবার ফেরেন ৩৪ বলে ২৮ রান করে। দারুণ ব্যাটিংয়ে রান বাড়িয়েছেন সোবহানাও। তবে শেষের দিকে ঝড় তুলে কাজটা সহজ করেছেন স্বর্ণা। ২৬৪ স্ট্রাইক রেটে চারটি ছক্কা ও চারে মাত্র ১৪ বলে ৩৭ রান করেছেন। সোবহানা অপরাজিত ছিলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে। দিলারা, শারমিন, সোবহানা ও স্বর্ণার ব্যাটেই ১৬৮ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশের মেয়েরা।