ডেস্ক রিপোর্ট : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ এর পক্ষে অবস্থান নেব।’
মাহ্দী আমিন আরো বলেন, “আমাদের ৩১ দফা সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো ধারণ করে।
সুতরাং আমরা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থানের বিষয়ে দলের সবাইকে বলে দিয়েছি।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।