মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া: গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নড়াইল জেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার।
মতবিনিময় সভায় বক্তারা গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে ভোটাধিকার প্রয়োগের বিকল্প নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাগণ, মসজিদের ইমামগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাবাহিক প্রচার, সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।