প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
বটিয়াঘাটায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : মানুষের পাশে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার ২১ জানুয়ারি সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ব্র্যাক বটিয়াঘাটা অফিসে ব্র্যাকের মানবিক সহায়তার উদ্যোগে হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩৩০ টি কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক খুলনা জেলা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা সমন্বয়ক দীপক চক্রবর্তী, এরিয়া ম্যানেজার মো. বেলাল হোসেন এবং বটিয়াঘাটা শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ও জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি সহায়তামূলক কাজ নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব। শীতজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলায় ৩০০টি এবং জেলায় মোট ২১০০টি কম্বল বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত