ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাগেরহাটে ৩টি আসন থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক। বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী বালী নাসের ইকবাল এবং জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জুলফিকার হোসেন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো: রাহমাতুল্লাহ।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরনখোলা) আসন থেকে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনের বৈধ প্রার্থীর সংখ্যা ৬ জন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার জানান, সব মিলিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ২৩ জন।
এদিকে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম গতকাল বিকেলে নেতা-কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মো.বাতেনের কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এরপর নেতা কর্মীদের উদ্দেশ্যে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আমাদের বাগেরহাটের গণমানুষের নেতা এম এ সালাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলি রবি, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী।