মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা-বাবু বাজার সড়ক থেকে মরহুম আব্দুর রশিদ সুফি সাহেব হুজুর বাড়িগামী সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এর বিকল্প হিসেবে সেখানে একটি স্টিল ব্রিজ স্থাপন করা হলেও সেটি এখন ঝাঁঝরা হয়ে গেছে। এতে কচুাড়িয়া, ভাইজোড়া ও খেঁতাছিড়া সহ বলেশ্বর নদের তীরবর্তী মানুষদের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার সাথে সাবেক এমপি ডাঃ রুস্তম আলী ফরাজীর বৈরী সম্পর্ক থাকায় এখানে নতুন ব্রিজ স্থাপনের জন্য কোন বরাদ্দ দেওয়া হয়নি। সাপলেজা নেছারিয়া আলিম মাদ্রাসায় যাতায়তের একমাত্র পথ এটি। সাপলেজা মডেল হাই স্কুল, লায়লা মালেকিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থীদের এ ব্রিজটি পার হতে হয়।
তবে স্টিল ব্রিজটি ঝাঁঝরা হয়ে যাওয়ার পেছনে ইট বোঝাই পিকআপ চলাচলকদেরই দায়ি করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মক্কা ব্রিকস নামে একটি ইট ভাটা থেকে প্রতিদিন হাজার হাজার ইট এই ব্রিজটির উপর দিয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রতিবছর ব্রিকস কোম্পানিটিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হলেও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে পুনরায় চালু করা হয়। ইট বোঝাই গাড়ির চাকায় ব্রিজটি বেহাল দশায় পরিনত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব হোসেন জানান, স্টিল ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই মেরামত কাজ শুরুকরা হবে।
উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম জানান, এখানে একটি কালভার্ট স্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানে হয়েছ। প্রস্তাব পাশ হয়ে আসলে বাস্তবায়ন করা হবে।