1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

দশমিনায় ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায়‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বেতাগী-সানকিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শাহ আলম হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজার থেকে গ্রেফতার করা হয়। দশমিনা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানান,বেতাগী-সানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠে। ঐ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন। এই ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী-সানকিপুর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
দশমিনা থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানে বেতাগী-সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম হাওলাদারকে আটক করে আদালতে প্রেরন করা হয়। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের অভিযান চলমান আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট