1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ‘টেকসই উন্নয়নে পর্যটন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো বিশ্ব পর্যটন দিবস ২০২৫। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সকালের আলো ঝলমলে আবহে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে বের হয় র‍্যালিটি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে মিলিত হয় আলোচনায়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন কুমার বিশ্বাস, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ট্যুরিস্ট পুলিশের এসআই মফিজুর রহমান, সাব-ইন্সপেক্টর সুজিত সরকার, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ.ন.ম. নাজমুল উলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ ও সাতক্ষীরা ফায়ার স্টেশনের লিডার মো. খাইরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, পর্যটন কেবল বিনোদনের মাধ্যম নয়-এটি অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের সাথে গভীরভাবে জড়িত। সুন্দরবন, ঐতিহাসিক নিদর্শন, নদী-খাল আর গ্রামীণ সৌন্দর্যে সমৃদ্ধ সাতক্ষীরা পর্যটনের এক অফুরন্ত ভাণ্ডার। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
দিবসের আয়োজনে অংশগ্রহণকারীরা আরও বলেন-পর্যটনের প্রসারে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে সাতক্ষীরা হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন পীঠস্থান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট