ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কালিগঞ্জে জুবায়ের আহমেদ (১৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত জুবায়ের আহমেদ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের শেখ মেহেদী হাসানের ছেলে। পরিবারের দাবি জুবায়ের রশির সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তবে ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ থানায় আনা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।