1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেলে যুদ্ধাপরাধী কয়েদির মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুদ্ধাপরাধী কয়েদি ওবায়দুল হক আবু তাহের (৭০) মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০২ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।
এর আগে কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কারারক্ষী ইসরাফিল বলেন, গত ৩১ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে যুদ্ধাপরাধী মামলার কয়েদি ওবায়দুল হক। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। তার কয়েদি নং ৮৩৫৩/এ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধাপরাধী এক কয়েদির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট