1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

ফকিরহাটে পুকুর সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের তৈয়ব আলী বটতলা এলাকায় একটি পুকুর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত মানববন্ধন ও বিভিন্ন পত্রিকায় ওই সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শেখ ইউনুছ আলী।
তিনি লিখত বক্তব্যে জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩১নং উত্তরপাড়া মৌজার সি,এস ৪নং খতিয়ান মোতাবেক এস,এ ৩নং খতিয়ানভূক্ত ৮৪০নং দাগে ৭৭শতক সম্পত্তি বাগেরহাট ২য় মুনসেফি আদালতে ১৬৩০/৪২নং মোকদ্দমায় ডিক্রি প্রাপ্ত হয়ে রিয়াজ উদ্দিন শেখ মিস ২১/১৯৬৯-৭০ নং মিউটেশন কেসের মাধ্যমে নামপত্তন করেন। ভোগদখল থাকাবস্থায় ভুলক্রমে নালিশী সম্পত্তি ১/১ নং খতিয়ানে ১১২৪নং দাগে রেকর্ড হওয়ায় রিয়াজ উদ্দিনের ওয়ারেশ আবু বক্কর মোড়ল ও ইউনুস আলী শেখ সার্ভে ১৪৪৩/১৬নং মোকদ্দমা দায়ের করে ডিক্রি প্রাপ্ত হয়ে মিস ২১২১/২০২২-২৩নং মিউটেশন কেসের মাধ্যমে নামপত্তন করে নিজ নামে বি,আর,এস ৪৯০ ও ৫৫০নং খতিয়ানের বাংলা ১৪৩৩সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং নালিশী সম্পত্তিস্থিত পুকুরে মাছ চাষসহ উত্তম ফসলাদি উৎপাদন গ্রহন ভোগদখল থাকাবস্থায় বেআইনীভাবে অন্যের কু-পরামর্শে আব্দুল গনি গং ঘোষনা বাবদ ২৬৩/২৪ নং মামলা দায়ের করে কোন প্রতিকার না পেয়ে স্থানীয় একটি স্বার্থানেশ্বী মহলকে সঙ্গে নিয়ে জনগণের সম্পত্তি হিসাবে দাবী করে গত ২৬/০৯/২৫ তারিখে স্থানীয় তৈয়ব আলী বটতলা নামক স্থানে মানববন্ধনে আবদ্ধ করেন। যা ২৭/০৯/২৫ তারিখ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছে। প্রকৃত পক্ষে উক্ত মানববন্ধনে বক্তব্যগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ইউনুস আলী শেখ ও আবু বক্কর মোড়ল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় অন্রদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির মোড়ল, জিয়াউর রহমান মোড়ল, মো: কাবিরুজ্জামান, শেখ আজিজুর, মোমেদ সরদার, শেখ আবু তালেবহিরু শেখ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট