1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

কালীগঞ্জে ব্যাটারির দোকানে চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জে একটি ব্যাটারী দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় শহরের মেইন বাসষ্ট্যান্ডে ভাই ভাই ব্যাটারি নামক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের পরিচালক রাশিদ শাহরিয়ার হামকো কর্পোরেশন লিমিটেডের ব্যটারীর ডিলার। চুরির বিষয়ে দোকান মালিক রাশিদ শাহারিয়ার জানান, সোমবার রাত ১০টার দিকে আমরা ঘর বন্ধ করে বাসায় চলে যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে এসে দেখি ঘরের পছনের দেয়াল ভাঙা এবং ভেতরের ব্যাটারী ও বেশ কিছু মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ব্যাটারি ও পুরাতন ব্যাটারি যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি হবে। আমাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট