ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া বাজারে মঙ্গলবার দুপুরে ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ সেলিম রেজা, শৈলকুপা উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান ও শৈলকুপা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার ঘোষ।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার কনোজ কুমার বিশ্বাস ও মনিরুল ইসলাম নয়ন।