1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিখোঁজ ৯১, চলছে উদ্ধার কাজ

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সিদোয়ারজো শহরে একটি ইসলামিক আবাসিক স্কুল ভবন হঠাৎ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৯১ জন আটকা রয়েছে বলে কর্তৃপক্ষ শঙ্কা প্রকাশ করেছে। ইতিমধ্যে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল নামাজের সময় শিক্ষার্থীরা একত্রিত থাকাবস্থায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার কর্তৃপক্ষ প্রথমে আটকা পড়া ৩৮ জনের কথা জানালেও পরে সেই সংখ্যা বাড়িয়ে ৯১ জনে পৌঁছায়। তবে আজ বুধবার (১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারার কথা জানান।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য অনুযায়ী প্রায় ৯১ জন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান অপারেশন কর্মকর্তা এমি ফ্রিজার জানান, উদ্ধারকারীরা মূলত জীবিতদের জীবনরক্ষাকারী সহায়তা দেওয়ার ওপর জোর দিচ্ছে। ধ্বংসস্তূপের সাতটি স্থানে জীবনের চিহ্ন শনাক্ত হয়েছে এবং সেগুলোকেই অগ্রাধিকার দিয়ে উদ্ধারকাজ চলছে।
তিনি বলেন, ভবনের প্রধান কাঠামো সম্পূর্ণ ধসে গেছে। আমরা প্রথমেই সাড়া দেওয়া ভুক্তভোগীদের বাঁচানোর চেষ্টা করছি।
দুর্ঘটনাস্থলের বাইরে বুধবারও অসংখ্য অভিভাবক উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিল। এদিকে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে নিরলস প্রচেষ্টা চাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট