1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

দশমিনায় মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদের মিলনায়তনে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আলীম। সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র হাওলাদার, উপজেলা মেরিন ফিসারিশ কর্মকর্তা মো.নাজমুল হাসান পলাশ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীগন।
সভায় প্রধান অতিথি অবহিত করেন ৪-২৫ অক্টোবর পর্যন্ত মা-ইলিশ সংরক্ষণ সময়কাল। এই সময়ের মধ্যে তেঁতুলিয় ও বুড়াগৌরঙ্গ নদীতে মৎস্য শিকার, আহরন, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ সম্পূর্ন ভাবে নিষেধ থাকবে। এই সময় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ পুলিশ, দশমিনা থানা পুলিশ সমন্বিত হয়ে মা ইলিশ রক্ষায় কাজ করবে। তেঁতুলিয়া ও বড়াগৌরাঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষনে জেলেদের সম্পূর্ন ভাবে সচেতন থাকার আহবান জানান। তিনি আরো বলেন, এই বছর মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করা হয়েছে তাই জেলেদের সামাজিক, পারিবারিক মূল্যবোধ থেকে মা ইলিশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন শতভাগ কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট