ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। তিনি বুধবার (১লা অক্টোবর ) বিকেল উপজেলার মানসা কালি মন্দিরের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কানন মজমুদার, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মানসা কালি মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবুল কুমার আঁশ, মিলন কুমার সেন, শেখর রায়সহ অন্যান্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন শিক্ষক অজয় চক্রবর্তী। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে উদযাপনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মন্ডপে মন্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় পূূজা ভাল কাটবে বলে তিনি জানান।