1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

নড়াইলে জাতীয়তাবাদী ওলামাদলের আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ জামায়াত কোন ইসলামী রাজনৈতিক দলই না-জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কথা বলেন ওলামা দলের নেতারা। সাধারন মুসলিমদের একথা বোঝানোর জন্য মাঠে নামার আহবান জানান ওলামা দলের সকল সদস্যদের। বৃহস্পতিবার(২অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তৈয়েবুর রহমান। সঞ্চালনা করেন মাওলানা তাওহিদুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম। আরোও বক্তব্য দেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আলি হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শারিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফশিয়ার রহমান প্রমুখ। জামায়াত ইসলামের রাজনীতি নিয়ে সমালোচনা করে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা ওলামা দলের সদস্য সচীব হাফেজ মাওলানা এনায়েতুর রহমান,কালিয়া উপজেলা আহবায়ক হাফেজ মাওলানা ইকবাল হোসেন, নড়াইল পৌর ওলমাদলের আহবায়ক মাষ্টার ফজলুর রহমান প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট