1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু সুন্দরবনে বনদস্যুর হাতে ৫ জেলে অপহৃত সাতক্ষীরা ‌উপকূল রক্ষার বনায়নই এখন ধ্বংসের কবলে বিএনপির মনোনয়ন: আলোচনায় শতাধিক তরুণ প্রার্থী পাইকগাছায় চিংড়ী চাষ ও চিংড়ীর রোগ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তালায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

খুলনা বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হলেন পারভীনা খাতুন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা বিভাগের মাধ্যমিক শাখায় (সাধারণ) গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন পারভীনা খাতুন। বর্তমানে তিনি যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করছেন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, পারভীনা খাতুনের জন্ম যশোর জেলার মাঠচাকলা গ্রামে, পৈত্রিক নিবাস চৌগাছা উপজেলার পাতিবিলা হায়াতপুরে। শৈশব থেকেই লেখালেখি ও শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল গভীর। কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনী-সবই তার লেখার পরিধিতে অন্তর্ভুক্ত। শিশু ও কিশোরদের প্রতি তার বিশেষ ভালোবাসা, শিক্ষার প্রতি অদম্য বাসনা এবং সৃজনশীলতা তাকে একজন বহুমুখী প্রতিভাধর মানুষ হিসেবে পরিচিত করেছে।
পারভীনা খাতুনের শিক্ষা জীবনের গল্পও অনুপ্রেরণামূলক। অল্প বয়সে পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু শিক্ষার প্রতি আগ্রহ তাকে থামাতে পারেনি। স্বামী মাহবুবুল হক রবির সহযোগিতায় তিনি পড়াশোনায় মনোনিবেশ করেন। বিএড, এমএড, পিজিটি ও এমফিলসহ বহু প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন, এবং শিক্ষাজীবনের প্রায় সব পর্যায়ে প্রথম বিভাগ অর্জন করেছেন।
শিক্ষকতা ছাড়াও পারভীনা খাতুন নাটক রচনা, উপস্থাপনা ও নির্দেশনায় সমান দক্ষ। তার লেখা নাটক-যেমন খুকির স্বপ্ন, কংকালের হাসি, কোচিং বিড়ম্বনা, মোবাইল ছাড়ো বই ধরো, বৌ-শাশুড়ির সংসার, স্বপ্নরাজ্য, রাখালবন্ধু, হিংটিং, আজব দুনিয়া-বাংলাদেশ টেলিভিশন, জাতীয় শিশু কিশোর নাট্য উৎসব ও বিভিন্ন জেলা মঞ্চে প্রদর্শিত হয়েছে। বিশেষ করে খুকির স্বপ্ন নাটকটি শিশু একাডেমির নাটক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে।
সাহিত্য চর্চার পাশাপাশি পারভীনা খাতুন আন্তর্জাতিক প্রশিক্ষণেও অংশগ্রহণ করেছেন। ভারতের মধ্যপ্রদেশ ও মালয়েশিয়ার পিনাংয়ে আন্তর্জাতিক ক্যাম্পিং ও অ্যাডভেঞ্চার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। তার ভ্রমণকাহিনী ও ছোটগল্প, যেমন স্বপ্নের মৃত্যু, সেউতি এবং উপন্যাস কোনো এক বিকেলের গল্প পাঠকপ্রিয়।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্য, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের জেলা কমিটির কার্যকরী সদস্য, যশোর শিল্পকলা একাডেমির সদস্য ও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় সদস্য।
পারভীনা খাতুন বলেন, একজন শিক্ষককে অবশ্যই সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার মিশ্রণ বজায় রেখে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করতে হবে। শিক্ষকতা শুধু পাঠদান নয়; এটি একটি দায়িত্ব, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষক, সাহিত্যিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব-এই বহুমুখী প্রতিভাধর নারী পারভীনা খাতুন ইতোমধ্যেই ২০১৭ ও ২০২৩ সালে যশোর জেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৭ সালে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক হিসেবে সম্মানিত হয়েছেন। এবার খুলনা বিভাগের ‘গুণী শিক্ষক-২০২৫’ খেতাব তার সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট