ফকিরহাট প্রতিনিধি : বাংলাদেশ অন্তর্বতীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের (অতিরিক্ত দায়িত্বে) দায়ত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দিন সাথে বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন উদ্দিনের গ্রামের বাড়ী উপজেলার মূলঘরের সৈয়দমহল্লায় সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য সৈয়দ জালিস মাহমুদ প্রমূখ। এসময় মূলঘর অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের গ্রামীণ পুর্নবাসন কেন্দ্রের নানা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।