ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ শৈলকুপার বাড়ইপাড়া গ্রামের প্রবাসী স্বামীর উপর অভিমান করে বিষ পানে আখি খাতুন নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। আখি খাতুন বাড়ইপাড়া গ্রামের প্রবাসী সজীবের স্ত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী আবু সামন্ত নামের এক ব্যক্তি জানান হঠাৎ বাড়িতে তারা হইচই শুনতে পেয়ে দেখেন প্রবাসী সাইদের স্ত্রী বিষ পান করেছে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় মারা যায়। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান বিষপান করে বারুইপাড়া গ্রামের প্রবাসী সজীব নামের এক ব্যক্তির স্ত্রী মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শৈলকুপা থানায় একটা ইউডি মামলা হয়েছে।