1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরা। শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী সমিতির সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন। কর্মসূচি শুরু হয় সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। এতে বক্তব্য দেন সংগঠনের সদর উপজেলা ইউনিটের সভাপতি মোশাররফ হোসেন, স্বাস্থ্য সহকারী রমেশ সাহা, আব্দুর রহিম, আফজাল হোসেন ও শারমিন নাহারসহ অন্যরা। বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে মজুরি বৈষম্য ও পদোন্নতিজনিত বঞ্চনার শিকার। সরকার পরিবর্তনের পর প্রতিবারই তাদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তারা আরও বলেন, ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এই কর্মবিরতির কারণে প্রতিদিন সারা দেশের প্রায় দেড় লাখ শিশু নিয়মিত ইপিআই টিকাদান কর্মসূচির বাইরে থাকবে বলে তারা সতর্ক করেন। স্বাস্থ্য সহকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-নিয়োগ বিধিমালা সংশোধন, বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিকে যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা, ১৪তম গ্রেডে পদায়ন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে পদোন্নতি, কারিগরি পদমর্যাদার স্বীকৃতি এবং ধারাবাহিকভাবে উচ্চ গ্রেডে পদোন্নতির ব্যবস্থা। বক্তারা আরও জানান, আগামী ১২ অক্টোবর থেকে নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচিও স্থগিত করা হবে, যদি সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে কোনো উদ্যোগ নেওয়া না হয়। তারা অবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট