চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাক গ্রামে বিশ্বশান্তি কামনায় ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) ছিল এ মহা নামযজ্ঞের সমাপ্তি দিন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাবু শৈলেন্দ্রনাথ মন্ডল এবং সাধারণ সম্পাদক ছিলেন বাবু ব্রজেন্দ্রনাথ বাইন। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন বাবু নরোত্তম বিশ্বাস। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বাবু রামানন্দ বিশ্বাস ও শুসেন মন্ডল। উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে ছিলেন বাবু টুটুল বৈরাগি, তুষার মহন্ত ও তুষার বৈরাগি। অনুষ্ঠানের প্রশাসনিক যোগাযোগে দায়িত্ব পালন করেন বিশিষ্ট তরুণ সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বড়বাক গ্রামের যুব সমাজ। প্রসাদ বিতরণে অংশগ্রহণ করেন নালুয়া, শিবপুর, বড়বাক ও চরলাটিমা গ্রামের অসংখ্য ভক্তবৃন্দ। এই মহা নামযজ্ঞ উপলক্ষে টানা ৩ দিন ৩ রাত বিরতিহীনভাবে সমস্ত ভক্তবৃন্দকে নিরামিষ প্রসাদ বিতরণ করা হয়। ৪ অক্টোবর ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নামসংকীর্তন চলবে। সে হিসাবে আগামীকাল ভোর ৬টায় সমাপ্ত হবে এই মহানামযজ্ঞ। এ উপলক্ষে চিতলমারী উপজেলা বিএনপি, চিতলমারী থানা পুলিশ ও চিতলমারীতে অবস্থানরত সেনা সদস্যদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কলিযুগে জীবের মুক্তির একমাত্র উপায় মহানাম সঙ্কীর্তন। সেই চেতনায় বিশ্বশান্তি ও মানবকল্যাণের উদ্দেশ্যে আয়োজিত এ ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞে অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত ও শ্রদ্ধালু উপস্থিত হন।