1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

দশমিনায় ইলিশ সংরক্ষনে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ও সহযোগি সংগঠনের আয়োজনে নেতাকর্মীরা হাজিরহাট এলাকায় মানবন্ধন করেছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফার উপস্থিতিতে মানববন্ধনে উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্যাদা, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব মো.শামিম খান,সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াসিন আলি খান, যুগ্ন আহবায়ক আল আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, সোহেল জোমাদ্দার, আবু আব্দুল্লাহ, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিমসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বিশে^র মধ্যে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। ৪-২৫ অক্টোবর ২২ দিন ইলিশ প্রজনন সময় কাল। এই সময়ে মা ইলিশ নদীতে ডিম ছাড়ার জন্য চলে আসে। ইলিশ মাছের বংশ বৃদ্ধির জন্য সরকার এই সময়ে তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীকে অভায়শ্রম ঘোষনা করা হয়েছে। তাই এই ২২ দিন নদীতে মৎস্য শিকার, আহরণ, মজুদ, পরিবহন, ক্রয়-বিক্রয় সম্পূর্ন নিষেধ করা হয়। উপজেলার কিছু অসাধু মৎস্যজীবীরা মা ইলিশ নিধনে নানা রকম কৌশল অবলম্বনের আশ্রয় নিয়ে থাকে। এই সকল অসাধু মৎস্যজীবীদের মা ইলিশ নিধন থেকে প্রতিহত করার জন্য উপজেলা প্রশাসন, নৌপুলিশ ফাঁড়ি ও মৎস্য দপ্তরকে সতর্ক দৃষ্টি রেখে কঠোর ভাবে দমন করার আহবান জানান। তারা আরো বলেন, প্রশাসনের উদাসিনতা ও কিছু অসাধু মৎস্যজীবীদের কারনে চাপিলা ইলিশ নিধনের কারনে ইলিশ মৌসুমে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে ইলিশ পাওয়া যায়না। আমার “মাছে ভাতে বাঙ্গালি” এই কথা আজ অসাধু মৎস্যজীবীদের কারনে তেঁতুলিা ও বুড়াগৌরাঙ্গ নদীর গৌরব হারিয়ে যেতে বসেছে। উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ^াস দেন। অবরোধ চলাকালীন জেলেরা বেকায় হয়ে পড়েছে। প্রকৃত জেলে যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে জেলেদের ভিজিএফ চাল বিতরণের জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট