1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

ফকিরহাটে ফাতেমা হত্যার আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানবন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়ার কাটাখালী ফাতেমা বেগম হত্যা মামলার আসামী নিহতের স্বামী ও ভাসুরকে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে ফকিরহাট উপজেলার মৌভোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে মৌভোগে মানববন্ধনে অন্যদের মধ্যে নিহতের বাবা মারুফ শেখ, স্থানীয় আতিয়ার শেখ, আসলাম শেখ, ইবারাত শেখ, মিরাজ শেখ, শরিফুল শেখসহ অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানবন্ধনে অংশগ্রগনকারীরা বলেন, অবিলম্বে নিহত ফাতেমা বেগমের স্বামী ইছা মোল্লা ও ভাসুর মুছা মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসির বিচার দাবী করেন। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামী ইছা মোল্লার বাড়ি থেকে ফাতেমা বেগমের পরিবারকে জানান তাদের মেয়ে হঠাত অসুস্থ হয়ে মারা গেছেন। এমন খবর পেয়ে ফাতেমা বেগমের পরিবারের লোকজন কাটাখালী ওই বাড়িতে এসে দেখেন তার মেয়ে খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছেন। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নিহতের বাবা মারুফ শেখ নিজ বাদী হয়ে নিহতের স্বামী, ভাসুর ও জা নাম উল্লেখ করে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামী নিহতের জা রহিমা বেগম (৩০) কে আটক করে পুলিশ। তবে অন্য আসামীরা পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট