1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

দাকোপে মানবসেবায় অবদান রেখে চলেছেন অতীন মন্ডল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : শৈশব কেটেছে চালনা বাজারে, বাবা ছিলেন অবসর প্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বড় ভাই চালনা কলেজের অধ্যক্ষ ও সাবেক পৌর মেয়র, মেঝ ভাই গার্মেন্টেসের কর্মকর্তা, বড় ভাইদের পথ অনুসরণ করেনি ছোট ভাই, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সফল ব্যবসায়ী হয়েছেন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানবসেবায় দৃষ্টান্ত স্থাপন করে হয়েছেন বিশিষ্ট দানবীর। তিনি হচ্ছেন খুলনার দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য অতীন মন্ডল। মানবিক গুণাবলির কারণে আপন কর্মগুণে ধর্মপ্রাণ মানুষের হৃদয় ছুঁয়েছেন তিনি। এই প্রতিবেদনে থাকছে সাধনা ও একাগ্রতায় সফল ব্যবসায়ী থেকে বিশিষ্ট দানবীর হয়ে ওঠা অতীন মন্ডলের জীবনের গল্প। চালনা বাজার বৌমার গাছতলা এলাকার এক অভিজাত হিন্দু পরিবারে অতীন মন্ডলের জন্ম। পৈত্রিক সূত্রেই ছিলেন ব্যাপক বৃত্তশালী। পিতা মৃত অমূল্য সুন্দর মন্ডল ছিলেন একজন সজ্জন ও সম্মানীয় ব্যক্তি। চালনা কেসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। বরিশাল সরকারি বিএম কলেজ থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেন। এরপর নিজের ইচ্ছায় ব্যবসায় মনোনিবেশ করেন। ব্যবসায়ের পাশাপাশি বিএড ও এমএড করেন। উচ্চ শিক্ষিত হয়েও তিনি চাকরিতে যোগদান করেননি। বড় ভাই চালনা কলেজের বর্তমান অধ্যক্ষ ড. অচিস্ত্য কুমার মন্ডল ২০১১ সালে সতন্ত্র প্রার্থী হিসেবে চালনা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। মেঝ ভাই অশোক কুমার মন্ডলও গার্মেন্টেসে বড় পদে চাকরি করেন। বড়দের পদাঙ্ক অনুসরণ না করে অতীন মন্ডল ব্যবসায়ে মনোনিবেশ করেন। নিজের উদ্যোগে অনেক বড় পরিসরে বাগদার রেণু পোনার এজেন্ট ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও উদ্ভাবনী চিন্তায় তিনি এখন একজন সফল ব্যবসায়ী। এই ব্যবসায়ের পাশাপাশি সকলের অজান্তে তিনি সমাজসেবায় নিজেকে জড়িয়ে ফেলেন। তিনি নিজের সম্পদ না বাড়িয়ে তার সম্পদ সমাজ কল্যাণে ব্যয় করার মানুষিকতা অর্জন করেন। সম্প্রতি তিনি তার নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে মন্দির নির্মান, মন্দিরের সংস্কার ও আধুনিকায়নের জন্য টাইলস প্রদানসহ নানাবিধ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ধর্মীয় কাজে অংশগ্রহণসহ মানুষের দুর্দিন ও দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অতীন মন্ডল যে মন্দির নির্মান ও আধুনিকায়নের কাজ করেছেন তার একটি তালিকা তুলে ধরা হলো। চালনা পৌরসভা বৌমার গাছতলা সার্বজনীন হরি মন্দির, চালনা পৌরসভা আনন্দ নগর মুক্তি মন্দির, পার চালনা গৌতমের বাড়ি হরি মন্দির, পানখালী পশ্চিম পাড়া শিব মন্দির, পানখালী ফেরীঘাট রাধা গোবিন্দ মন্দির ও কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গনেশ পাগল সেবাশ্রমের নির্মাতা। এ ছাড়া একই এলাকায় ঘোষের খাল কালি মন্দির ও হরি মন্দির এবং গাধামারী কালি মন্দির, চালনা বৌমার গাছতলা রাধা গোবিন্দ মন্দির, পার চালনা গৌতমের বাড়ি হরি মন্দির, পার চালনা কালি মন্দির, তাপস গোসাইয়ের বাড়ি হরি মন্দির, চালনা বাজারে রক্ষা কালি মন্দির, মেঝো খলিসা কালি মন্দিরের ছাউনিসহ, চালনা মহাশ্মশান কালি মন্দির ও বরিশালের বাখেরগঞ্জের দাঁড়িয়াল রাধা গোবিন্দ মন্দিরের সম্পূর্ণ টাইলস দাতা।
এবিষয়ে অতীন মন্ডল বলেন, যতদিন বেঁচে আছি নিজেকে মানবসেবায় বিলিয়ে দিতে চাই। সকলের কৃপায় আমি যেন এভাবে ধর্মীয় স্থাপনা নির্মানে এবং মানুষের দুর্দিন ও দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তাদেরকে সব সময় সহযোগিতা করতে পারি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট