
ডুমুরিয়া প্রতিনিধি : সোমবার ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে কুলবাড়িয়া আল হাবিব নূরানী ক্যাডেট স্কীম ও মহিলা মাদ্রাসার
পরিচালক মাওলানা মোস্তফা কামাল (হাবিব)
এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
মাওলানা মোঃ মোস্তফা কামাল, পিতা- মোঃ আব্দুল গফুর শেখ, সাং-কুলবাড়িয়া, মুহতামিম কুলবাড়িয়া আল হাবিৰ (সাঃ) নূরানী ক্যাডেট স্কিম মাদ্রাসা, গত ১/১১/২০২৫ তারিখে উপজেলার মঠবাড়িয়া নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং তা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে রিপন মোড়ল আমাকে ও তার স্ত্রী শিপু বেগমকে জড়িয়ে কিছু বিভ্রান্তি মূলক অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত গল্প কাহিনী তুলে ধরেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেছেন আমি নাকি ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় রাত্রি যাপন করেছি। ১৩/১০/২৫ তারিখে ২ লক্ষ ১৮ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ তাকে নিয়ে পালিয়েছি। এমন কিছু উদঘাট অভিযোগ তুলে ধরেছেন। আবার নিজেই বলেছেন ২৫/১০/২৫ তারিখে মেয়ে আয়েশার বাড়িতে গিয়ে স্ত্রীকে পাওয়া গেছে। আমার সাথে যদি সত্যিই প্রেমের সম্পর্ক থাকতো এবং রাত্রি যাপন হত তাহলে একদিন না একদিন হাতে নাতে ধরা পড়তাম। আর যদি তাকে নিয়ে পালাতাম, তাহলে মেয়ের বাড়িতে খুঁজে পাবে কেন? তাছাড়া তাকে নিয়ে পালিয়ে গেলে কি ভাবে মাদ্রাসায় নিয়মিত হাজির হয়েছি? অবশ্য মিথ্যা কাহিনী সাজাতে কিছু ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। সেটিই হয়েছে। সুতরাং প্রেমের সম্পর্ক, রাত্রি যাপন ও টাকা গহনাসহ তাকে নিয়ে পালানোর অভিযোগ কাল্পনিক ও অসত্য সত্য ।
উপস্থিত ছিলেন ভাই হাসানুজ্জামান,,
নূরানী ক্যাডেট স্কিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এম আলী আহম্মদ, খলশী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ওলিয়ার রহমান প্রমুখ।।