1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

দিঘলিয়ায় প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরের অনুকূলে খুলনা জেলা পরিষদ কর্তৃক উন্নয়ন প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরের পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের প্রশাসক বরাবর আভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরের উন্নয়নের জন্য এলাকার সনাতন ধর্মাবলম্বীরা আবেদন জানালে ২০২৪-২৫ অর্থবছরে খুলনা জেলা পরিষদ উল্লেখিত মন্দীরটি উন্নয়ন বাবদ একটা প্রকল্প পাশ হয়। কিন্তু একটি মহলের প্ররোচনায় ডোমরা এলাকার মৃত কার্তিক বিশ্বাসের পুত্র নারায়ন বিশ্বাস, অরুন রায়ের পুত্র মিঠুন রায় উক্ত মন্দীরের ভুয়া কমিটি দেখিয়ে আংশিক অর্থ তুলে অন্যের জমিতে স্থাপনা তৈরি করছে। ফলে আড়াই যুগেরও অধিক সময় ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা যে মন্দীরে পূজা আর্চনা করে আসছে সে মন্দীরটির উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে খুলনা জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। যারা অবৈধভাবে ডোমরা দক্ষিণপাড়া কালী মন্দীরে বরাদ্দকৃত সরকারি অর্থ নির্ধারিত মন্দীরে খরচ না করে অন্য স্থাপনা তৈরি করছে সেটা সরকারি অর্থ নয় ছয় করারই শামিল। নির্দিষ্ট প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ ব্যয় না করা প্রতারণা ও দুর্ণীতির শামিল বলে বিজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন। এলাকাবাসী এ অনিয়ম ও সরকারি অর্থ নির্ধারিত মন্দীরে ব্যয় না করে অন্য কাজে ব্যয় করার ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের ও সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট