1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার বাজারে বাজারে শীতের সবজির উপস্থিতি, দামে ‌চড়া সাতক্ষীরা বরো ধানের আগাম বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা সুন্দরবনে পর্যটকবাহী বোট উল্টে নারী নিখোঁজ নড়াইলে প্রতিবেশির বেধড়ক মারপিটে গৃহবধু’র জীবন সংকাটাপন্ন গাঁজা বিক্রিতে নিষেধ করায় খুন হন ঢাবি ছাত্রদল নেতা সাম্য: অভিযোগপত্রে ডিবি আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় ইসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের কুয়াশা বাড়ছে উত্তরে, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা নয়, সুসম্পর্ক চায় ভারত: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নির্বাচন বিষয়ে প্রশ্নের জবাব দিলেন না উপদেষ্টা আসিফ নজরুল

সাতক্ষীরা বরো ধানের আগাম বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : কলারোয়া উপজেলা জুড়ে আমন ধানকাটা ও মাড়াই কাজ চলমান রয়েছে। এরই মধ্যে বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমি তৈরি ও বীজ বপনে তারা ব্যস্ত। দুই ফসলি জমিতে আবাদ করা যাচ্ছে তিন ফসল। কলারোয়ায় বোরো আবাদকে ঘিরে উচ্চ ফলনশীল আগাম জাতের ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বেশি ফলনের আশায় এ ধান চাষ প্রতিনিয়ত বাড়ছে। আর উৎপাদন বেশি হওয়ায় লাভবান হচ্ছে কৃষক।
সরেজমিনে জানা গেছে, উপজেলায় আমন মৌসুমে স্বল্প সময়ের উচ্চ ফলনশীল জাতের ধান বেশি চাষ করা হয়েছে। এতে বেশি ফলন পাওয়ায় কৃষকরা খুব খুশি। আরো বেশি লাভবান হওয়ার জন্য বোরো ধান চাষে উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করছেন। বীজতলা তৈরির জন্য জমি প্রস্তুত করে বীজ বপন করছেন। উপজেলায় বীজের দোকানগুলোতে বেড়েছে কৃষকদের উচ্চ ফলনশীল উন্নত জাতের বোরো ধানের বীজ কেনার হিড়িক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া জানান, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকের ফলন ভাল হওয়ায় এবং বাজারে ধানের দাম ভাল পাওয়ায় ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।
তিনি আরো বলেন, মাঠে গিয়ে বীজতলা তৈরি ও চাষের জন্য নানা পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভালো ফসল পাবেন কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কলারোয়ায় উপজেলায় ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
জানা গেছে, বিগত বছরের আবহাওয়া অনুকুলে থাকায় বোরো আবাদে বাম্পার ফলন হয়। ফলে এবারও কৃষকেরা ব্রি-২৮, রড সুপার, সুপার ৬৩ সহ প্রভৃতি জাতের ধানচাষে ঝুকি পড়েছে। এছাড়া এসব জমিতে নতুন নতুন জাতের জিরাশাইল, পারিজা, বিনা-২৮,২৯, ৫০ এবং বিআর-১০ জাতের ধান রোপন করার কথাও জানান স্থানীয় কৃষকেরা।
এ বিষয়ে উপজেলার দেয়াড়া গ্রামের নাসির শেখ ও চন্দনপুর ইউনিয়নের হোসেন আলী জানান, বোরো আবাদের জন্য বীজতলা বপনের জন্য জমি তৈরি করছেন। বেশি ফলনের জন্য উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করবেন তারা। এতে কম সময়ে বেশি ফলন পাওয়া যাবে। দুই ফসলের জমিতে ৩ ফসল আবাদ করা যায়।
উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা জানান, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। এ জন্য ধান চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। এছাড়াও কৃষি অফিস থেকে কর্মকর্তরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে। সরকারিভাবে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে। এছাড়াও আলু সরিষাসহ অন্যান্য রবিশস্য তোলার পর আরো কিছু জমিতে বোরোধান রোপণ করা সম্ভব হবে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট