
বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সাবেক যুব প্রধান শেখ আল আমিন ও বর্তমান যুব প্রধান শেখ লাবিব আল আজিজ এর পিতা শেখ মোঃ শহিদুল ইসলাম(৬৫) হৃদক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার জুম্মার নামাজের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন( ইন্নাল ইলাহি…. রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, ৫ ভাই, ২ বোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা ওইদিন রাতে এশার নামাজের পর ট্যান্করোড জামে মসজিদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন ট্যাংক রোড মসজিদের ইমাম মাওলানা মোঃ রেজাউল ইসলাম ইমামতি করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক কাউন্সিলর মোঃ গিয়াসউদ্দিন বনি, মহানগর বিএনপির সাবেক বিশেষ সম্পাদক ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ হারুন মজনু, জাতীয়বাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ব্যাংকার মোঃ শফিকুল ইসলাম, মরহুমের বড় ভাই মোঃ শরিফুল ইসলাম শরিফ, শেখ সেলিম, সামছুর রহমান, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এসএম ফরিদ রানা, জেলা রেডক্রিসেন্ট এর সাবেক যুব প্রধান মোঃ গোলাম রব্বানী প্রমূখ। ওইদিন রাতেই টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।