
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার রামকৃষ্ণ পুরে নষ্ট বৈদ্যুতিক স্লুইস ঠিক করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (লিটন) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের কসমেটিক ব্যবসায়ী ঘটনার দিন সকালে নিজ ঘরের বারান্দার একটি বৈদ্যুতিক স্লুইস কাজ না করায় নিজেই সারাই করার উদ্যোগ নেয়। এ সময় তিনি তার ছেলে ইমাম হাসানকে ঘরে থাকা মেইন স্লুইস অফ করতে বলে। ছেলেটা স্লুইস অফ করার চেস্টা করলেও সে ব্যর্থ হয়। অথচ রবিউল মেইন স্লুইস অফ হয়েছে ভেবে বৈদ্যুতিক লাইনে হাত দিলে তাৎক্ষনিক ভাবে সে বিদ্যুত স্পৃষ্ট হয়। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।