
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে তালার পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে পরিষদের সদস্যদের অংশগ্রহণ ও সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কলেজ শিক্ষক আনিসুর রহমানকে সভাপতি এবং এস. এম. নাহিদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে স্কুল শিক্ষক রেহানা পারভীন, সহ-সাধারণ সম্পাদক নন্দ কিশোর মন্ডল, সাংগঠনিক সম্পাদক শরীফ নেওয়াজ, কোষাধ্যক্ষ এম. এম. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম হায়দার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাধুরিমা এবং সদস্য সাকিব মনোনীত হয়েছেন। সভায় বক্তারা বলেন, পরিবেশ সচেতনতা, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ ও জলবায়ু পরিষদ কাজ করবে।