1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শরণখোলায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বাগেরহাট অফিস : শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে কানাডা প্রবাসীর বসতবাড়ীতে হামলা, ভাংচুর এবং জীবন নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। শরণখোলায় সংবাদ সম্মেলনে ঘটনার বিবরনে ভুক্তভোগী মোঃ মালেক মুন্সী জানান আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ। আমার ছোটো সন্তান কানাডা প্রবাসী, একমাত্র সংসারের উপার্জন ক্ষম এবং সে আমাদের পরিবারের দেখভার করেন। গত ১৭ / ১০ / ২০২৫ তারিখে আনুমানিক রাত ৮টা ৭ মিনিটের সময় আমার মোবাইল নম্বর ০১৭৫১৪৬০৪৮২ এ অজ্ঞাত ব্যক্তি এই নম্বর ০১৯১০৩৩৩৬৭৭০ থেকে ফোন করে নিজেকে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট পরিচয় দিয়ে আমার নিকট থেকে ১ (এক) কোটি টাকা চাঁদা দাবি করে। আমি ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনি না, এবং তার কথাবার্তা থেকে বুঝা যায় যে তিনি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের উদ্দেশ্যে কল করেছেন। উক্ত ঘটনায় আমি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিধায় আমি শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী (এউ) নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলাম। ২৭ অক্টোবর ২০২৫ আনুমানিক রাত দশটার দিকে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র-সশ্র নিয়ে আমার বাড়িতে ঢুকে চিৎকার করে বলতে থাকে কেনো সাহসে থানায় অভিযোগ করেছিস ? আমার ও আমার সন্তানদের জীবন নাশের হুমকি দিতে থাকে। ঐ পরিস্থিতিতে কোনো ভাবে পালিয়ে আমরা প্রানে বেচে যাই। এই সময় তারা আমার বসত বাড়ীতে ভাংচুর চালায় সংবাদ সম্মেলন করে বিচারের দাবী করে আইনী সুরক্ষা চাই এরকম পরিস্থিতিতে আমার পরিবারের জীবন নাশের আশংকা করছি। আমি আমার পরিবারের সদস্যরা জীবন নাশের আতংকে পালিয়ে বেড়াচ্ছে এবং মানবেতর জীবন যাপন করছে। এই বিষয় শরণখোলা থানায় যোগাযোগ করা হলে বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট