
বিজ্ঞপ্তি : গোয়ালখালী বায়তুন নাজাত মহিলা দাখিল মাদরাসার উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী গত শনিবার দিবাগত রাতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। খন্দকার আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাওলানা আসাদুজ্জামান, বিশেষ বক্তা ছিলেন আমিনুর রহমান সিরাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খালিশপুর ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর কাজী বায়েজিদ, খুলনা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. শামসুর জামা, শ্রমিক নেতা মাহফুজুর রহমান, গোয়ালখালি জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াসুর রহমান, বাসস্ট্রান্ড মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, বায়তুল নাজাত মহিলা মাদরাসার সুপার মাওলানা কামরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।