1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

কালীগঞ্জে ট্রাক চাপায় ভূমি কর্মচারী নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা নামে এক ভূমি কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী নুরুজ্জামান গুরুতর আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের বাসিন্দা নবী নেওয়াজের ছেলে। তিনি জেলার মহেশপুর ভূমি অফিসে নাজির পদে কর্মরত ছিলেন। এছাড়া নিহত রফিক রেজা কবি হিসাবে পরিচিতি রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটর সাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে রাখা বালুর স্তুপে মোটর সাইকেল উঠে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তারা। সে সময় পেছন থেকে আসা ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিক রেজা নিহত হন। আহত হন মোটর সাইকেল চালক নুরুজ্জামান। তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ পরে যশোর মেডিক্যালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট