
তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে মানবাধিকার সপ্তাহ উদযাপন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। রিসার্স ইনশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের বাস্তবায়নে এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, রিইব এর হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোল্ল্যা আছলাম হোসেন, এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন প্রমুখ।