
দাকোপ (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ কর্মশালার আয়োজন করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের দাকোপ উপজেলার সভাপতি গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সহ সভাপতি অমিত রায়ের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস, দাকোপ প্রেসক্লাব সভাপতি শামীম হোসেন, রুপান্তরের প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ান, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রিংকন গাইন, অনিমেষ মন্ডল, নিখিল রায়, জুয়েল মন্ডল, পূজা রায় প্রমুখ।