
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলা সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৫ বছরে পদার্পণে রজতযাত্রা প্রতিষ্ঠাকালিন সদস্যবৃন্দ ও শিক্ষক-মন্ডলীর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুলের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহবায়ক এম. সিদ্দিক-উজ-জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হোসেন, আলমগীর হোসেন আলম, সৈয়দ রাশেদুজ্জামান, আবু দাউদ, মোহাম্মদ আলী মিন্টু, অধ্যাপক সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, আরিফুল ইসলাম হাসান, সৈয়দ আব্দুল হাই সোহেল, মাস্টার নজির আহমেদসহবিদ্যালয়ের শিক্ষক ছাত্রী সহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক।