
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের বাঘের বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনীর নয়টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে স্থানীয় লোকজন।
প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে ভোর সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।