1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শুধু নির্বাচন নয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : মির্জা ফখরুল সৌদি যুবরাজের সামনে খাসোগি হত্যার প্রশ্নে ট্রাম্পের উত্তর- ‘এমনটা ঘটে’ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ গ্রেপ্তার গাজীপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট শততম টেস্টে মুশফিকের ফিফটি, দুইশ ছাড়াল বাংলাদেশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সেনাবাহিনীর সহায়তা জরুরি : প্রধান উপদেষ্টা সাংবাদিক মিজানুরের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই : ফয়েজ আহমদ তৈয়্যব ভোটকেন্দ্র প্রতি অন্তত পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতার বিপর্যয়ে আশার আলো ব্রি ধান-১০৩ তালায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা

সৌদি যুবরাজের সামনে খাসোগি হত্যার প্রশ্নে ট্রাম্পের উত্তর- ‘এমনটা ঘটে’

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের বৈঠক শেষে সাংবাদিকদের সারি থেকে হঠাৎ প্রশ্ন আসে জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে। মুহূর্তেই বদলে যায় মার্কিন প্রেসিডেন্টের সুর। ক্ষিপ্ত হয়ে জবাব দেন, যুবরাজকে বিব্রত করতেই এমন প্রশ্ন করা হয়েছে।
এরপর ডোনাল্ড ট্রাম্প নিজে থেকেই বলেন, ওই হত্যাকাণ্ড নিয়ে মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না। আপনি (প্রশ্নকারী সাংবাদিক) যার সম্পর্কে জানতে চাইছেন তিনি (খাশোগি) খুবই বিতর্কিত ছিলেন। অনেকেই তাকে পছন্দ করতেন না। ফলে এমনটা (হত্যা) ঘটে।
বিবিসি বলছে, সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন, তা মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাসোগিকে হত্যা করা হয় ২০১৮ সালে। ২০২১ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই এই ঘটনার অনুমতি দিয়েছিলেন।
ট্রাম্পের উত্তর দেওয়া শেষ হলে এ প্রসঙ্গে কথা বলেন যুবরাজ মোহাম্মদ। তিনি বলেন, হত্যাকাণ্ড তদন্তে তাঁর প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়েছে। ওই ঘটনাটি ছিল বেদনাদায়ক।
ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় খাসোগির স্ত্রী হানান বিবিসি নিউজ নাইটকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের দাবির সঙ্গে যুবরাজের আগের বক্তব্যের মিল নেই। ২০১৯ সালে যুবরাজ নিজেই একটি অনুষ্ঠানে অপরাধের দায় স্বীকার করেছিলেন ও দায়িত্ব নিয়েছিলেন। এক্স-এ (আগের টুইটার) দেওয়া এক পোস্টে হানান আরও জানান, ক্ষমা ও হত্যার ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানাতে তিনি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করতে চান।
খাসোগির স্ত্রী হানান বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাস করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট