1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

জামিন পেলেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (২৪ নভেম্বর) সকালে শুনানি শেষে হাইকোর্ট তাঁকে এই জামিন দেয়।
এর আগে একই দিনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত। একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনও বহাল রেখে আপিল বিভাগ শুনানি মুলতবির আদেশ প্রত্যাহার করে।
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে করা আরেক মামলায় কার্জনসহ দুই জনের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব। ৩১ আগস্ট এ আদেশ দেন তিনি।
মামলার নথি অনুযায়ী, ২৮ আগস্ট একটি গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে হেফাজতে নেয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম পরে মামলা করেন।
অভিযোগে বলা হয়, ওই দিন বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে কয়েকজন উপস্থিত ব্যক্তিকে ঘিরে স্লোগান দেওয়া হয় এবং বৈঠকে বক্তব্য দেন লতিফ সিদ্দিকী।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধের কথা বললেও বৈঠকে রাষ্ট্র অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। বৈঠকে গ্রেফতারকৃত ব্যক্তিসহ ৭০-৮০ জন অংশ নেন বলে নথিতে উল্লেখ আছে।
আরও অভিযোগ করা হয়, লতিফ সিদ্দিকী সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের প্ররোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এ কারণে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে স্লোগান দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সবাইকে হেফাজতে নেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট