1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার যাত্রী ছাউনি এলাকায় শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী ২জন তরুণ নিহত হয়েছে। অপর দিকে শনিবার সকালে ভেড়ামারা পৌরসভার সামনে ঢাকা-গামী এসবি সুপার ডিলাক্স এসি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। মিরপুরের বিজনগর এলকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন (১৭) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশীদ (১৮) ২জন তরুন নিহত হয়েছে। ঘাতক মিনি ট্রাকটি ( ঢাকা মেট্রো ন ১১-৭৭০৭) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ যাত্রী ছাউনি এলাকায় মোটর সাইকেল ও মিনি ট্রাকের (রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি) মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটর সাইকেলে থাকা গুরুতর আহত তরুন সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮) কে স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিনি ট্রাক ও মোটর সাইকেলটি ভেড়ামারা থানা পুলিশের হেফাজতে নেয়।
অপর দিকে ভেড়ামারা পৌরসভার সামনে ঢাকা-গামী এসবি সুপার ডিলাক্স এসি বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ১জন ও হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট