যশোর অফিস : যশোরের চৌগাছায় বজলু বিশ্বাস (৫৫) নামের এক ট্রাকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার ৫নং চৌগাছা ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বজলু বিশ্বাস রাত ১২টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় শয়নকক্ষে লাইনোনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একসময় তিনি তিনটি বিয়ে করেছিলেন। প্রথম দুই স্ত্রী মারা যাওয়ার পর তৃতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা না হওয়ায় স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন। একাকিত্বের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।
চৌগাছা থানার পুলিশ জানায়, খবর পেয়ে সাব-ইন্সপেক্টর মহিদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।