ডেস্ক রিপোর্ট : যশোরের চৌগাছায় বজলু বিশ্বাস (৫৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বজলু উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের বাসিন্দা।শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, তাদের পারিবারিক কলহ চলছিল। কলহের জের ধরে বজলু বিশ্বাস শুক্রবার গভির রাতে তার নিজ ঘরে গলায় ফাঁস দেয়। শনিবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশের খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক তদন্ত করেছেন।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।