ডেস্ক রিপোর্ট : যশোরে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২০ সেপ্টেম্বর) যশোর সদরের বাউলিয়া এলাকা থেকে উত্তম হালদার (৩৯) নামের ওই ভারতীয়কে আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়।
এ সময় তার ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক ওই ভারতীয় বিজিবিকে জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিলেন।
আটক উত্তম হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলা গ্রামের জীবন হালদারের ছেলে।