1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল জুলাই গণঅভ্যুত্থান কেবল আন্দোলন নয়, ন্যায় প্রতিষ্ঠারও সংগ্রাম : স্বরাষ্ট্র উপদেষ্টা সাইবার হামলা : ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে : হাসনাত তরুদের স্বপ্ন দেখালো খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’ কয়রায় যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফকিরহাটে শেষ মুহুর্তে মন্দিরে প্রতিমায় রং তুলির আচঁড়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর কাশিয়ানীর কুমার নদে দৃষ্টিনন্দন নৌকা বাইচ যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

শার্শায় বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোরের শার্শায় বিএনপি নেতা আনোয়ার হোসেনের ওরফে আইনালের বিরুদ্ধে জোরপূর্বক পেট্রোল পাম্প দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকায় গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী তনিমা তাসনুমা বাদী হয়ে শনিবার বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২-১৩ জনের বিরুদ্ধে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও তার ভাই জামাল হোসেন, বেনাপোল পোর্ট থানার ভবেবেড় গ্রামের মফিজ উদ্দীনের ছেলে ইব্রাহীম হোসেন, বাগআঁচড়া গ্রামের পিতা অজ্ঞাত মাসুদ ও সোহাগ হোসেনসহ ১২-১৩ জন। অভিযোগ সূত্রে জানা গেছে- আমার বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজাস্থ ২৮৬৫নং খতিয়ানের ৩৩৭৪ নং হাল দাগের ১৭ শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিংস স্টেশন নামে একটি পেট্রোল পাম্প স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আমার বাবা ২০২২ সালে মারা যান। এরপর ২০২৩ সাল থেকে বিবাদীরা আমার বাবার জমি জাল জালিয়াতি করে ভূয়া দলিল দেখিয়ে পেট্রোল পাম্প অনেকবার দখল করার চেষ্টা করেছে। সেসময় আমরা বিবাদীদের বিরুদ্ধে মামলা করি। পরবর্তীতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিবাদীরা শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইলে অবস্থিত আমাদের গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনের গেইট লাঠি-সোটা দিয়ে পিটিয়ে ভাঙ্গার চেষ্টা করে। এসময় পাম্পের ম্যানেজারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ডেকে তোলেন। এরপর তারা ভিতরে প্রবেশ করে পাম্পের চাবিসহ সকল কাগজপত্র নিয়ে যায় এবং বিবাদীরা ম্যানেজারকে পাম্প থেকে বের করে দেয়। এঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাদী তনিমা তাসনুমা। পেট্রোল পাম্পে প্রায় ৪০ লাখ টাকার তেল রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। ভুক্তভোগী তনিমা তাসনুমা জানান, বিএনপির সাবেক সাবেক এমপি ও সংস্কারপন্থি নেতা মফিকুল হাসান তৃপ্তির গ্রুপের অনুসারী বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ১২-১৩ জনের একটি দল শুক্রবার সকালে আমার পেট্রোল পাম্প দখল করে। পরে পাম্পের ম্যানেজার, নজেল ম্যান ও নাইট গার্ডকে মারধর এবং গলায় চাইনিজ কুড়াল ধরে পাম্প থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এসময় তারা সাইনবোর্ডে গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনের নাম সাদা রং দিয়ে মুছে দেয়। খবর পেয়ে আমি ৯৯৯-এ ফোন দিলে তারা বাগআঁচড়া পুলিশ ফাঁড়িকে অবহিত করে। পুলিশ ঘনটাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ জমির কাগজপত্র নিয়ে আমাদের ফাঁড়িতে যেতে বলেন। আমি ও আমার মা ফাঁড়িতে গেলে পুলিশের সামনেই বিএনপি নেতা আনোয়ার হোসেন আমাদের অকথ্যভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বলেন বাগআঁচড়ার মাটিতে আসলে তৃপ্তি ও মাছ কুদ্দুস তোদের পুতে রাখবে। আমার পাম্পে ৪০ লাখ টাকার তেল রয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, এ বিষয় আমার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য: আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারনাসহ শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি বেনাপোল এবং যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড পরিবর্তন করে জালিয়াতির মাধ্যে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ মে, ২০২৫) গভীর রাতে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। এ নিয়ে মঙ্গলবার (১৩ মে, ২০২৫) দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট