1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব আসন্ন। বাগেরহাটের ফকিরহাটে এবার ৬৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূজা মন্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয়ক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকল মন্দিরের ৫’শ কেজি করে চালের ডিও প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা মন্ডল, ফকিরহাট ফায়র সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আমীর মাও: এবিএম তৈয়বুর রহমান, এনসিপির সভাপতি মো. মিজানুর রহমান, ফকিরহাট হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান কণ্যাণ ফ্রন্টের সভাপতি ডা. শাবনাথ রায় প্রমূখ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমরুল কায়েস, পল্লী বিদ্যুতের ফকিরহাট জোনাল অফিসের ডিজিএম আনন্দ কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, ইভটিজিং ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, এ বছর ফকিরহাট উপজেলায় মোট ৬৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট