তালা প্রতিনিধি : তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের হল রুমে দুইদিন ব্যাপী মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সম্পন্ন হয়েছে। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জনসহ মোট ২০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লাহ এবং অফিস সহকারী মোঃ মাসাদুজ্জামান। প্রশিক্ষক হাস মুরগীর বাসস্থান, বিভিন্ন জাত, বিভিন্ন রোগ ব্যাধি, কারন, প্রতিকার, খাদ্য উপাদান তৈরী ও ব্যবহারসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন ও মনজিলা খাতুন প্রমুখ।